বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিলের পানিতে ডুবে সাগর (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টা এ সংবাদ লেখা পর্যন্ত পানিতে ডুবে যাওয়া এ স্কুল ছাত্রের সন্ধান মেলেনি।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের সাঘাটা বিলে সহপাঠীদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সাগর।
সে উপজেলার বড় নগর পশ্চিমপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে। নগর শাহ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগর এ বছর জেএসসি পরীক্ষা দেবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
নিখোঁজ সাগরের মা শাপলা বেগম বাংলানিউজকে জানান, শুক্রবার স্কুল ছুটির দিন হওয়ায় পলিপালাশ গ্রামে নানার বাড়িতে যাওয়ার কথা বলে বেলা ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে বেলা ১১টার দিকে ১০ থেকে ১৫ জন সহপাঠী ও বন্ধু মিলে সাগর সাঘাটা বিলে যায়।
![](files/September2015/September18/b3_683232234.jpg)
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে সাগরের বাবা হারুনুর রশিদ জানান, সাগর ছাড়া সবাই ব্রিজ থেকে বিলের পানিতে লাফালাফি করছিল। এক পর্যায়ে সাগর এক বন্ধুর হাত ধরে পানিতে নেমে সাঁতরে বিলের অন্যপাশে যাওয়ার চেষ্টা করে। এসময় সেই বন্ধু সাঁতরে ওপারে চলে গেলেও পানিতে ডুবে নিখোঁজ হয় সাগর।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ, বগুড়া সদর ও শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা নিখোঁজ সাগরকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তারা ব্যর্থ হন। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল সন্ধা ৭টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের কারণে উদ্ধার কাজ আপতত বন্ধ রাখা হয়েছে। পরদিন আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমবিএইচ/এসএস