সিলেট: সিলেটের গোলাপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার রানাপিং তহিদপুর গ্রামের ইসমাইল আলীর ব্রিকস ফিল্ডের অফিস কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় ব্রিকস ফিল্ডের তিন শ্রমিক মিলে গ্যাস সিলিন্ডারের চুলায় রান্না করছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সাগর, স্বপন ও রুবেল নামে তিন শ্রমিক আহত হয়েছেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী বাংলানিউজকে জানান, আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে হাসপাতাল সূত্র জানায়, হতাহতদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এনইউ/আইএ