ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে নৌকা ডুবিতে মা ও ২ মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
গোপালগঞ্জে নৌকা ডুবিতে মা ও ২ মেয়ে নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার মটবাড়ী বিলে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- ওই উপজেলার উজানী ইউনিয়নের নৃপেন বালার স্ত্রী বিথী বালা (৩২), মেয়ে বৃষ্টি বালা (৮) ও কোয়েল বালা (৫)।


মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উজানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য খোকন বালা বাংলানিউজকে জানান, বিকেলে নৃপেন বালা তার স্ত্রী, ছেলে ও দুই মেয়ে নিয়ে মটবাড়ী বিল দিয়ে নৌকায় করে পার্শ্ববর্তী বহুগ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৃপেন বালা ও তার ছেলে সাঁতরে বাঁচতে পারলেও, তার স্ত্রী ও দুই মেয়ে ডুবে মারা যান। খবর পেয়ে এলাকাবাসী সন্ধ্যায় তিন জনের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।