ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে চুরির ১৩০ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ময়মনসিংহে চুরির ১৩০ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুরের দু’টি অটো রাইচ মিল থেকে চুরি হওয়া ১৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার চার চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে এ চাল উদ্ধার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার (৩০), রিপন (৩০), ফরহাদ (৩৮) ও রায়হান (৪৫)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর তারাকান্দার মাস্টার অটো রাইচ মিল থেকে ১৯৬ বস্তা এবং ১৪ সেপ্টেম্বর ফুলপুরের সততা রাইচ মিলের গুদামঘরের তালা ভেঙে ২৫৯ বস্তা চাল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় দু’টি মামলা দায়ের করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক চাঞ্চল্যকর এ মামলা দু’টি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেন। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্ধবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪ চোরকে গ্রেফতার করে।

তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে চোর রায়হানের কাছ থেকে ১৩০ বস্তা চাল উদ্ধার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে, তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।