যশোর : যশোরের মণিরামপুরে ডাকাতিকালে আপন দুই ভাইকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার দুই ভাই হলেন- যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের হারুন-অর রশিদের ছেলে জুয়েল রানা (২৪) ও সুজন (২২)।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে শফিয়ার রহমান নামে একব্যক্তি গরু বিক্রি করে আলমসাধু যোগে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকুরিয়া-মণিরামপুর সড়কের নরেন্দ্রপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র ঠেকিয়ে ৫১ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া করলে দুই ডাকাত ধরা পড়ে।
উত্তেজিত জনতা এ সময় তাদের গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
আরএম