ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে অগ্রণী ব্যাংকের টাকা লুটের ঘটনায় ২ কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
যশোরে অগ্রণী ব্যাংকের টাকা লুটের ঘটনায় ২ কমিটি

যশোর: যশোরের রাজারহাটে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুটের ঘটনা অভ্যন্তরীণ তদন্তে পৃথক দু’টি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় থানায় মামলা হওয়ায় জড়িতদের সনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ।



অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখা ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র পাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মৌখিকভাবে জানতে পেরেছি, টাকা লুটের ঘটনা তদন্তে অগ্রণী ব্যাংক যশোর শাখার সহকারী মহাব্যবস্থাপক মৃণাল কান্তি বকিসকে প্রধান করে তিন সদস্যের একটি স্থানীয় কমিটি এবং সদর দপ্তরের উপ-মহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামানকে প্রধান করে কেন্দ্রীয়ভাবে দুই সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে স্থানীয় কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি (নারায়ণ চন্দ্র পাল) বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা একদল ডাকাত দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অগ্রণী ব্যাংকের রাজারহাট শাখায় ঢুকে দায়িত্বরত দুই নৈশপ্রহরীকে বেঁধে মারধর করে। পরে তারা গ্যাস সিলিন্ডার সংযুক্ত আধুনিক যন্ত্র দিয়ে ব্যাংকের গ্রিল কেটে ভেতরে ঢুকে একই কায়দায় ভল্ট কেটে ২১ লাখ ৮ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৭৩৬ ঘন্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
আরএম

** যশোরে অগ্রণী ব্যাংকের টাকা লুটের ঘটনায় মামলা
** যশোরে অগ্রণী ব্যাংকের গ্রিল কেটে ২১ লাখ টাকা লুট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।