ঢাকা: ডিজিটাল সেবার সব কিছুই ছিল। ওয়েবসাইট, ডিজিটাল ডিসপ্লে এমনকি এসএমস সার্ভিসও।
তবে বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের ডিজিটাল সেবায় একের পর এক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক বিচারককে স্মার্টট্যাব প্রদান এবং ঢাকা কোর্টের জন্য নতুন মোবাইল অ্যাপস ও চট্টগ্রাম কোর্টে ডিজিটাল সেবার উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি।
জামিন জালিয়াতি রোধেও নতুন ব্যবস্থা নিয়েছেন সুপ্রিম কোর্ট। জালিয়াতি রোধে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের সাব ডোমেইন করে একটি সিস্টেম চালু করা হয়েছে। এতে আদালতের আদেশের সব তথ্য থাকবে। দেশের কারাগারগুলো কোনো আসামিকে মুক্তি দেওয়ার আগে পাসওয়ার্ড ব্যবহার করে সংশ্লিষ্ট আদেশের সব তথ্য দেখে ব্যবস্থা নেবে।
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পরে হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্যতালিকারও হালনাগাদ করা হচ্ছে। আপিল বিভাগের মতো প্রতিনিয়ত হাইকোর্ট বিভাগের কার্যতালিকাও সচল থাকবে।
সুপ্রিম কোর্ট সূত্র মতে, ২০০৮ সালে নিজস্ব ওয়েবসাইট তৈরির মাধ্যমে সুপ্রিম কোর্টের ডিজিটাল কার্যক্রমের যাত্রা শুরু হয়। পরবর্তীতে মামলার তথ্যের জন্য এসএমএস পদ্ধতি এবং দৈনন্দিন মামলার কার্যতালিকা ও কোন বেঞ্চে কোন মামলা চলছে তা দেখার জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড চালু করা হয়।
এছাড়া ওয়েবসাইটে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্যতালিকা, সংক্ষিপ্ত আদেশ ও পূর্ণাঙ্গ রায়, যাবতীয় নোটিশ, বিচারপতিদের বৃত্তান্ত পাওয়ার অপশন রয়েছে। ওয়েবসাইটটিতে এখন নিয়মিত নোটিশ আপডেট থাকে। রয়েছে বিচারপতিদের মোটামুটি বৃত্তান্ত। আছে কিছু রায়ও।
তবে সমস্যা এখনও রয়ে গেছে। ওয়েবসাইটটিতে বেশিরভাগ রায় আপলোড করা হয় না। আবার শুধুমাত্র আপিল বিভাগের দুই আদালতের নিয়মিত কার্যতালিকা আগের দিন বিকালে পাওয়া যায়। কিন্তু হাইকোর্ট বিভাগের বেশিরভাগ আদালতের কার্যতালিকা পাওয়া যায় না।
এসব বিষয়ের উন্নতির জন্য বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। বৈঠকে সুপ্রিম কোর্টের অবকাশের পরে আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও দৈনন্দিন কার্যতালিকার পরিপূর্ণ আপডেটের বিষয়ে আলোচনা হয়। আইনজীবীদের কালো গাউন পরিধান নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ইএস/এএসআর/