ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার মোড়ে এক ব্যবসায়ীকে মারধর করে তার সঙ্গে থাকা ৩১ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দেলোয়ার হোসেন (৪০) কারওয়ান বাজারের অনন্ত ড্রিংক ক্লিনের মালিক।
তার বড় ভাই নুর মোহাম্মদ জানান, কারওয়ান বাজার থেকে মগবাজারের আদদীন হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন দেলোয়ার হোসেন।
সোনারগাঁও হোটেলের কাছে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাকে মারধর করে সঙ্গে থাকা টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
পরে আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২১০৫
এজেডএস/এমজেএফ