ঢাকা: রাজধানী ঢাকার চারপাশে প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শন করছে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় সদরঘাটের বাদামতলীতে বিআইডব্লিউটিসির (অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন) ঘাটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ড. আবু সাইদ এম আহমেদ, সাংবাদিক মুরশেদ আলী খান, অনুবাদক ও গবেষক মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন ফতেহপুরী প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ফটোসাংবাদিক জয়িতা রায়।
![](files/September2015/September19/badamtoli_7_751319719.jpg)
অর্ধশতাধিক গবেষক, স্থপতি, শিল্পী, সংস্কৃতি ও পরিবেশকর্মী, সাংবাদিক ও আলোকচিত্রী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাদামতলী থেকে ওয়াটার বাসে করে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদী এলাকা পরিদর্শন করবেন। ঢাকার চারপাশ ঘুরে কর্মসূচি পুনরায় বাদামতলী ঘাটে শেষ হবে।
যাত্রা পথে ঢাকার প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য পাগলাপুল ও মন্দির, ইদ্রাকপুর দুর্গ, হাজীগঞ্জ দুর্গ, মরিয়ম মাজার ও মসজিদ, সোনাকান্দা দুর্গ ও কদম রসুল দরগাহসহ নদী তীরবর্তী বিভিন্ন প্রাচীন স্থাপত্য সরেজমিন পরিদর্শন করবেন অংশগ্রহণকারী।
![](files/September2015/September19/badamtoli_9_549636306.jpg)
রাজধানী ঢাকার প্রাচীন স্থাপত্য নিয়ে গ্রন্থ ও প্রতিবেদন তৈরি এবং প্রকাশের কাজ করছে স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত হচ্ছে প্রাচীন স্থাপত্য গ্রন্থনার কাজটি।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এইচআর/এইচএ
** ঢাকার বৃত্তাকার নৌপথে প্রাচীন স্থাপত্য ও নদনদী পরিদর্শন শনিবার