ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ী খুন

জয়পুরহাট: জয়পুরহাট পৌর শহরের সবুজ নগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল (২৮) নামে এক ওষুধ ব্যবসায়ী খুন হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সবুজ নগর-পাঁচুর চক রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



তরিকুল শহরের খঞ্জনপুর এলাকার আব্দুল কুদ্দুস আলী মণ্ডলের ছেলে। তিনি শহরের আমতলী এলাকার পদ্মা ক্লিনিক চত্বরে পরিচালিত টিএমএস ফার্মেসির মালিক।
 
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তরিকুল সব সময় রাত ১০টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরলেও শুক্রবার রাতে বাড়ি ফেরেননি। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি বাড়ির লোকজন। এদিকে, শনিবার সকালে সবুজ নগর-পাঁচুর চক রাস্তার পাশে তরিকুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক সদর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।      

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।