ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২ অস্ত্র ব্যবসায়ী ও ৩ প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
রাজধানীতে ২ অস্ত্র ব্যবসায়ী ও ৩ প্রতারক আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহ আলী ও তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থসহ দুই অস্ত্র ব্যবসায়ী ও তিন প্রতারককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বরর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) উপ- কমিশনার সাজ্জাদুর রহমান এ তথ্য জানান।



তিনি জানান, রাজধানীর শাহআলী এলাকা থেকে একটি পিস্তল, একটি শাটার গান ও ১২ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র ব্যবসায়ী আসাদুজ্জামান রিপন ওরফে সম্রাট রিপন ও হযরত আলীকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাজ্জাক মোল্লা, রহমান মুন্সি ও সেন্টু ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল স্ট্যাম্প ও নগদ ১৮ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারদর বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সাজ্জাদুর রহমান জানান, অস্ত্র ব্যবসায়ী সম্রাট ও হযরত আলী মিরপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানায় চাঁদাবাজি করতেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৯, ২০১৫/আপডেট: ১৩১২ ঘণ্টা
এনএ/এইচএ/এমজেএফ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।