ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় গৃহবধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
কসবায় গৃহবধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে রিজিয়া আক্তার (৪০) নামে এক গৃহবধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



নিহত রিজিয়া ওই গ্রামের জাকারিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মহিউদ্দিন জানান, জাকারিয়া ঢাকায় চাকরি করেন। তার স্ত্রী রিজিয়া গ্রামের বড়িতে থাকতেন। শনিবার সকালে খোলা দরজা দিয়ে ঘরের ভেতর রিজিয়ার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।