ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২৬ বাংলাদেশি নারী-পুরুষ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বেনাপোলে ২৬ বাংলাদেশি নারী-পুরুষ আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল-পুটখালী  সীমান্ত পথে অবৈধ পরাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৮ সেপ্টম্বর) রাত ১০টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদের আটক হয়।

 

আটকদের মধ্যে তাৎক্ষণিক ২১জনের নাম জানা গেছে। এরা হলেন, নারাণগঞ্জের মতিনের মেয়ে রিনা খাতুন (২৯), আমিনুল মোল্লার মেয়ে মিনি শেখ (৩০), নড়াইলের সেলিমের স্ত্রী ডলি খাতুন (২৬), লিয়াকতের ছেলে রাশেল খান (২০), লিয়াকতের স্ত্রী লিপি খান (৩৬), খোকনের স্ত্রী জাহানারা (২৭), ইমদাদ মোল্লার স্ত্রী রুনা আক্তার (৩০), আফজাল হোসেনের ছেলে রেজাউল (৩২), রাজবাড়ির ফরহাদের স্ত্রী শারমিন (২২), খুলনার  ইবাদত হোসেনের ছেলে রসু শেখ (২৮), যশোরের মজিদ সরকারের স্ত্রী মর্জিনা (২৫), মালেক (৪৪), আজিজের ছেলে পলাস (২৬), শহর আলীর মেয়ে সালমা (২৯), মিজানুরের ছেলে বাচ্চু শেখ (২৬), ঢাকার রকির স্ত্রী জেমি আক্তার (২৪), চিত্তরঞ্জনের ছেলে চন্দন বিশ্বাস (২৫), মনিমহনের ছেলে মনুতোষ বিশ্বাস (১৮), চট্টগ্রামের প্রিয়তম মহাজনের স্ত্রী সুখরিয়া মহাজন (৩৪), আফসারের ছেলে ইমরান (১৮) ও গাজীপুরের বাবুল খান (৪৮)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপনে সংবাদ আসে সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষ ভারত-বাংলাদেশের মধ্যে পারাপার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালালে পাচারকারীরা এসব নারী-পুরুষদের ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ২৬ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১-সি) ধারায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, সেপ্টম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।