পাবনা: মাদকদ্রব্য সেবন করার দায়ে পাবনায় চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- পাবনা শহরের পৈলানপুর মহল্লার মোকাররম হোসেনের ছেলে আলমগীর হোসেন, দিলালপুর মহল্লার হাশেম প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম, চাঁদ আলী প্রামাণিকের ছেলে রেজাউল করিম ও সদর উপজেলার চরঘোষপুর গ্রামের রাজিমুদ্দিন প্রামাণিকের ছেলে জাকির হোসেন।
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ বাংলানিউজকে জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের টেকনিক্যাল মোড়ের পরিত্যক্ত একটি ভবনে বসে মাদক সেবন করছিলেন ওই চার যুবক। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে শনিবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আলমগীরকে ছয় মাস, জাকিরকে দুই মাস এবং রফিকুল ও রেজাউল করিমকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
দণ্ডাদেশপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএটি/এসআই