ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

যানজট কমাতে সাতরাস্তা- চেরাগ আলী সড়কে ইউ লুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
যানজট কমাতে সাতরাস্তা- চেরাগ আলী সড়কে ইউ লুপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকার যানজট কমাতে হাতিরঝিল-সাতরাস্তা মোড় থেকে টঙ্গী চেরাগ আলী মার্কেট পর্যন্ত সড়কে ইউ লুপ (ক্রসিং ছাড়িয়ে বৃত্তাকার পথে ইউ টার্ন করা) করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

যানজট নিরসনে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উত্তরায় জসীম উদ্দীন মোড়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।



আনিসুল হক বলেন, প্রাথমিকভাবে ইউ লুপ নির্মাণের চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে কাকলী, এয়ারপোর্ট, জসীম উদ্দীন এবং আব্দুল্লাহপুরে এ চারটি প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হবে ছয় মাসের মধ্যে।

এছাড়া পরবর্তীতে সোনারগাঁও মোড়, ফার্মগেট, বিজয় সরণি, গুলশান-১ ও ২ এলাকার সংযোগ সড়কগুলো ইউ লুপ করা হবে।

এসব কাজে অর্থায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি করপোরেশন। প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট ৫০ শতাংশ কমে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

যানজট নিরসনে ৩/৪ বছরের মধ্যে আরও কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান আনিসুল হক।

ইউ লুপ পদ্ধতিতে এসব সড়কে ট্রাফিক সিগন্যাল‌ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তার পরিবর্তে যানবাহনগুলো রাস্তার ক্রসিং মোড়ে এসে উল্টো দিকে যেতে বৃত্তাকার পথ ব্যবহার করে ইউ টার্ন নেবে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এফবি/এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।