ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নেহাদ আলী (৩৫) নামে এক ভ্যানচালককে হত্যা করে তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের কাঁচেরকোল গ্রামের একটি মাঠ থেকে তার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে কাঁচেরকোল গ্রামের একটি মাঠে হাত-পা বাঁধা মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খান বাংলানিউজকে জানান, নেহাদ আলী একজন ভ্যানচালক। ধারণা করা হচ্ছে, তার ভ্যানটি ছিনতাই করার জন্যই দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ওই মাঠে ফেলে রেখে গেছে।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআই