ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে ১০ জুয়াড়ি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
নালিতাবাড়ীতে ১০ জুয়াড়ি কারাগারে

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।



এর আগে শুক্রবার রাত ১১টার দিকে জুয়া খেলার সময় উপজেলার গোজাকুড়া গ্রামের আবদুল হালিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- উপজেলার গোজাকুড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৮), সমর আলী (২৮), তোতা মিয়া (৩৩), ইমদাদুল হক (৩২), ফারুক হোসেন (৪২), রফিজুল ইসলাম (২৫), শাহজাহান (২৪), আবুল কালাম (৫৮), আবদুল হালিম (৪৪) ও সাইফুল ইসলাম (৪২) ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আবদুল হালিমের বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বাড়ির মালিকসহ ওই ১০ জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়। শনিবার সকাল ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।