ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে যৌন হয়রানি রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
নড়াইলে যৌন হয়রানি রোধে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলে যৌন হয়রানি, বাল্যবিয়ে, যৌতুক ও মাদক রোধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকল ১১টার দিকে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করে।

এতে প্রায় দুই শতাধিক ছাত্রী অংশ নেয়।

এসময় যৌন হয়রানিকে না বলুন, বাল্যবিয়েকে না বলুন, যৌতুক ও মাদককে না বলুনসহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে ছাত্রীরা ছাড়াও নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনিচুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।