নওগাঁ: কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি-নির্যাতন ও বদলিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) লাইনম্যানরা।
শনিবার (১৯ মেপ্টেম্বর) সকাল ১০টা থেকে তারা নওগাঁ পবিস কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন।
কর্মসূচির শুরুতেই বক্তব্য রাখেন- পল্লী বিদ্যুৎ লাইনম্যান সমিতি (প্রস্তাবিত) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল মোত্তালেব, জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি জহুরুল হক সিদ্দীকি মিলন প্রমুখ।
![](files/September2015/September19/naogaon_pbs_picture__1__232017504.jpg)
বক্তারা অভিযোগ করে বলেন- বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা অন্যায়ভাবে লাইনম্যানদের সাসপেন্ড ও বদলিসহ নানা হয়রানি-নির্যাতন করছে। সম্প্রতি নওগাঁ সমিতির এক লাইনম্যানকে অন্যায় ভাবে সাসপেন্ড ও অন্য আরেকজনকে বদলি করা হয়েছে। আরো বেশ কয়েকজনকে কারণে-অকারণে বদলির হুমকি দেওয়া হয়েছে।
এছাড়া বেতন বৈষম্যসহ সমিতি পরিচালনায় নানা দুর্নীতি করছে কর্মকর্তারা।
বিষয়গুলো নিরসনে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন বলেও তারা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএইচ