ঢাকা: সম্প্রতি ঘোষিত ৮ম জাতীয় বেতন স্কেলে প্রকৌশলীদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে অভিযোগ করে দ্রুত সংশোধনের দাবি করেছে প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।
দ্রুত এ বিষয়ে সংশোধনের প্রস্তাব না আনা হলে রাজপথে আন্দোলনসহ কঠোর কর্মসুচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির নেতারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলে আইডিইবি ভবনের সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে প্রকৌশলী নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইডিইবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান বলেন, ঘোষিত ৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা প্রকৌশলীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন। ঘোষিত বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না দেওয়ায় গোটা জীবন অমানবিকভাবে একই গ্রেডে চাকরি করতে হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই বৈষম্য নিরসনে দ্রুত সিন্ধান্ত নেওয়া না হলে পর্যায়ক্রমে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
উন্নয়নকর্মী হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষুব্ধ করে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে না উল্লেখ করে তিনি বলেন, অসন্তোষ সৃষ্টি করে কোনোভাবে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখা যাবে না।
বিপুল সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিক্ষুব্ধ হলে সরকার বিব্রতকর অবস্থার সম্মুখীন হবে বলেও মন্তব্য করেন শামসুর রহমান।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের পেশায় অবহেলা কোনোভাবেই মেনে নেবে না উল্লেখ করে সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রকৌশলী নেতারা।
সমৃদ্ধ দেশ গড়তে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ৮ম বেতন স্কেলের ধাপ ২০টির পরিবর্তে ১৫/১৬টি তে নির্ধারণ। পর্যায়ক্রমে বঙ্গবন্ধু সরকারের অনুসরণে বেতন স্কেলের ধাপ ১০টিতে নামিয়ে আনা, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রদান করে গ্রেড পরিবর্তনের সুযোগ দেওয়াসহ কয়েক দফা দাবি তুলে ধরে আইডিইবি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইদ্রিস আলী, চাকরি বিষয়ক সম্পাদক আবুল বাসার, প্রকাশনা সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এজেডকে/এমজেএফ