ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাওড়াকান্দিতে ২১ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
শিমুলিয়া-কাওড়াকান্দিতে ২১ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল স্বাভাবিক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

মুন্সীগঞ্জ: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নৌরুট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।



দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ এ রুটে ঈদে ঘরমুখো মানুষের পারাপারে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য নৌ চ্যানেলে ড্রেজিং অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।