ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নৌকাডুবিতে মা ও ২ মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
নৌকাডুবিতে মা ও ২ মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকাডুবিতে মা ও দুই মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম বইছে।

এদিকে, এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন নৃপেন বালা ও তার ছয় মাস বয়সী শিশুপুত্র।

স্ত্রী ও দুই মেয়েকে হারিয়ে নৃপেন এখন শোকে পাথর হয়ে গেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নৃপের বালার বাড়িতে গিয়ে দেখা যায় শোকের আহাজারি। ভিড় করছেন স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। মা ও দুই মেয়ের অকালমৃত্যুতে স্বজনের কান্নার রোল যেন থামছে না।

এরআগে শুক্রবার  (১৮ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার মটবাড়ী বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে উজানী ইউনিয়নের বরমপাল্টা গ্রামের নৃপেন বালার স্ত্রী বিথী বালা (৩২), মেয়ে বৃষ্টি বালা (৮) ও কোয়েল বালার (৫) মৃত্যু হয়। তবে বেঁচে যায় নৌকায় থাকা নৃপেন বালা ও তার ছয় মাসের ছেলে আপন বালা।

শনিবার ভোরে উপজেলার বনগ্রাম শ্মশানে মা ও দুই মেয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।