ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাবুল মিয়া স্থানীয় ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বাংলানিউজকে জানান, দুপুরে নিজের ঘরে বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বাবুল। টের পেয়ে বাড়ির লোকজন বাবুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএটি/এসআই