ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিসিটিভি-ওয়াচ টাওয়ারের আওতায় শিমুলিয়া ঘাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
সিসিটিভি-ওয়াচ টাওয়ারের আওতায় শিমুলিয়া ঘাট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: ঈদকে সামনে যাত্রী নিরাপত্তার লক্ষে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

এর মাধ্যমে শিমুলিয়া ঘাটের অস্থায়ী পুলিশ ক্যাম্প থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।



শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এ এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।

এ সময় তিনি জানান, ঈদে যানবাহনে অতিরিক্ত যাত্রীবহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের উপর কড়া নজর রাখা হবে।
পুলিশ সূত্র জানায়, শিমুলিয়া-কাওড়াকান্দি রুট হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঈদ ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে শিমুলিয়া ঘাটকে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের আওতায় আনা হয়েছে।

এ কাজে ও নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিকভাবে পুলিশ, কোস্টগার্ড, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তিন শতাধিক সদস্য এবং আনসার ও কমিউনিটি পুলিশ নিয়োজিত থাকবেন।

এছাড়া ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।