সিলট: সিলেটে ফেনসিডিল ও মদসহ মো. হেলাল আহমদ (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর বাজার এলাকায় তাকে আটক করা হয়।
আটক এই যুবক সুনামগঞ্জের ছাতক উপজেলার বাতেশরী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
র্যাব-৯’র মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক (এএসপি) মাঈন উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় আটক হেলালের কাছ থেকে চার বোতল অফিসার চয়েস মদ ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এনইউ/টিআই