গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের মোসলেম উদ্দিন প্লাজা থেকে এক হাজার টাকার ১০টি জাল নোটসহ ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।
ফাতেমা বেগম যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়ার বজলুর রশিদের মেয়ে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ বাংলানিউজকে জানান, ফাতেমা শহরের মোসলেম উদ্দিন প্লাজার একটি ফাস্টফুডের দোকান থেকে দুই ছেলের জন্য খাবার কিনে দোকানিকে একটি এক হাজার টাকার নোট দেন। এসময় নোটটি জাল বলে ওই নারীকে ফেরত দেন দোকানি। পরে ফাতেমা আরো একটি এক হাজার টাকার নোট দিলে সেটিও জাল বলে প্রমাণিত হয়। একপর্যায়ে ওই মার্কেটের ব্যবসায়ীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার ১০টি জাল নোট পাওয়া যায়।
এসআই আরো জানান, আটক নারী জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। ঈদের বাজারে তিনি জাল টাকাগুলো চালানোর চেষ্টা করছিলেন ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ফাতেমার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএটি/এসআই