রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে হানিফ শেখ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত হানিফ শেখ উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত অহেদ শেখের ছেলে।
মৃতের পারিবারিক সূত্র জানায়, সকালে হানিফ শেখ গরুর জন্য বাড়ির পাশের নতুনচর মাঠে ঘাস কাটতে যান। বেলা ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কৃষকেরা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা এসে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর