দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকায় নছিমনের ধাক্কায় ভূপেন্দ্রনাথ রায় (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভূপেন্দ্রনাথ রায় উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বাংলানিউজকে জানান, সেতাবগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন ভূপেন্দ্রনাথ। পথে দৌলতপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআই