দিনাজপুর: দিনাজপুরে মোখলেছুর রহমান ধলা (৩২) নামে এক ব্যবসায়ীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ধলাকে।
শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রামনগর ফুটবল খেলার মাঠ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
মোখলেছুর রহমান ধলা রামনগর এলাকার দুলু মিয়ার ছেলে ও রামনগর বাজারের পান ব্যবসায়ী।
দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ সুমন রেজা বাংলানিউজকে জানান, রাতের কোনো এক সময় মোকলেছুরকে হত্যা করার পর তার শরীরে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুপুরে পথচারীরা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিসি