কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা ও তার লোকজনের পিটুনিতে আব্দুস ছালাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এরআগে শুক্রবার রাতে উপজেলার গোসাইবাড়ী শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোসাইবাড়ী শ্রীপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুস ছালামের (৩২) সঙ্গে দীর্ঘদিন ধরে তার বড় ভাই কাশেমের ছেলে মাহবুব হোসেন (২৬) ও মিজানুর রহমানের (২২) জমি নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার রাত ১০টার দিকে ওই জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা মাহবুব হোসেন তার লোকজন নিয়ে আব্দুস ছালামকে লাঠি দিয়ে বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনায় নিহতের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে শনিবার দুপুরে নাগেশ্বরী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) ফজলে আশিক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর