ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে ৪ হাতবোমাসহ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
গাংনীতে ৪ হাতবোমাসহ ডাকাত আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪টি হাতবোমা ও ধারালো অস্ত্রসহ মহিবুর রহমান (২৫) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের একটি দল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কসবা মাঠ থেকে তাকে আটক করা হয়।

তিনি কসবা গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি উৎপল রায় বাংলানিউজকে জানান, রাতে ১০/১৫ জন লোক ডাকাতির উদ্দেশে কসবা মাঠে বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে লাল টেপে মোড়ানো ৪টি হাতবোমা ও ৩টি ধারালো অস্ত্র পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।