নড়াইল আদালত চত্বর থেকে: নড়াইল সদর আমলি আদালতে দায়েরকৃত মানহানির মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
রোববার(২০ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে তিনি নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মুহাম্মদ জাকারিয়া জামিন মঞ্জুর করেন।
এর আগে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম নড়াইল পৌঁছালে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিক নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সেখানে ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজিব আলম সিদ্দিকী, বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক অশোক চৌধুরী, এস এ টিভির অ্যাসাইনমেন্ট এডিটর ওয়াহিদ মিল্টন, চ্যানেল আই’য়ের সিনিয়র রিপোর্টার ফারুক হোসেন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি কবি ফখরে আলম, বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহীন, যশোরের নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সহ-সভাপতি এম মুনীর চৌধুরী, সুলতান মাহমুদ, বাংলাদেশ সংবাদ সংস্থার নড়াইল প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু, বাংলাদেশ বেতার ও আরটিভির প্রতিনিধি সুজয় কুমার বকশি, এসএ টিভির প্রতিনিধি আব্দুস সাত্তার, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আসাদুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি মিরাজ খান, নিউজপোর্টাল সুবর্ণভূমির প্রতিনিধি হাফিজুল নিলু, দৈনিক সংবাদের প্রতিনিধি কাজী হাফিজুর রহমান, কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, প্রথম আলোর প্রতিনিধি কার্তিক দাস, বাংলাদেশ প্রতিদিনের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংবাদিকরা নঈম নিজামকে সঙ্গে নিয়ে প্রেসক্লাব থেকে আদালত চত্বরে যান। সেখানে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতা-কর্মী বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেন।
এসময় সেখানে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, যুবলীগের সদর উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, যুবলীগ নেতা সালাউদ্দিন নান্নু, গাউসুল আজম মাসুম, জাহাঙ্গীর হোসেন, আফিকুর রহমান, বাবলু মোল্লা, কাজী মনিরুজ্জামান, শাহনেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তোফান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল, সহ-সভাপতি নিলয় রায় বাধন, যুগ্ম-সম্পাদক জামিরুল ইসলাম, ঝিনইদহ ক্রীড়া সংস্থার সম্পাদক জীবন বিশ্বাস ও ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফুজ্জামান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
নঈম নিজামের নিরাপত্তায় আদালত চত্বরে আগে থেকেই ব্যাপক সংখ্যক র্যাব ও পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। আদালত জামিন মঞ্জুর করার পর বাংলাদেশ প্রতিদিনের বিপুল সংখ্যক পাঠক, শুভানুধ্যায়ী, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা আদালত চত্বর থেকে আনন্দ মিছিল বের করেন।
জামিনের পর এক প্রতিক্রিয়ায় সম্পাদক নঈম নিজাম স্থানীয় সাংবাদিকদের বলেন, একটি মিথ্যা অভিযোগে হয়রানিমূলকভাবে আমাকে মামলার আসামি করা হয়েছে। আইন ও আদালতের প্রতি সম্মান জানিয়ে আমি নড়াইলে এসে জামিন নিয়েছি। আমি মনে করি এ ধরনের হয়রানিমূলক মামলা করে মিডিয়াকে দমিয়ে রাখা কোনোভাবেই ঠিক হবে না।
এর আগে জামিন আবেদন করে সম্পাদক নঈম নিজামের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস ছালাম খান, অ্যাডভোকেট আবদুল হক ও তুহিন হাওলাদার আদালতকে বলেন, জামিনপ্রার্থী দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক। তিনি মানহানি সংক্রান্ত ধারায় কোনো অপরাধ করেননি এবং অত্র মামলার দরখস্তে বর্ণিত ঘটনা মানহানি সংক্রান্ত কোনো উক্তি প্রকাশ ও প্রচারের সঙ্গে জড়িত নন।
তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করতে এ মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তিনি দেশের বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তি এবং সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের আদর্শ হিসেবে কাজ করেন।
২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের কারণে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের (ফোরাম) মহাসচিব নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
গত ১৫ সেপ্টেম্বর নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকারিয়া ওই মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর/পিসি