ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

উত্তাল গভীর সমুদ্র

বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ে ১০ ট্রলার ডুবি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ে ১০ ট্রলার ডুবি ছবি: প্রতীকী

পাথরঘাটা (বরগুনা): গভীর সমুদ্রে সৃষ্ট লঘুচাপের কারণে প্রচণ্ড ঢেউয়ে অন্তত ১০টি মাছ ধরা ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। বঙ্গোপসাগরের কচিখালী, কটকা, নারিকেলবাড়িয়া ও সাতবাম এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।



বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, শনিবার থেকে গভীর সমুদ্রে শতশত মাছ ধরা ট্রলার জাল ফেলে অপেক্ষা করছে এমন সময় ভোররাতে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এক পর্যায় গভীর সমুদ্রে সৃষ্ট লঘুচাপের কারণে ও প্রচণ্ড ঢেউয়ে কচিখালী, নারিকলেবাড়িয়া, কটকা ও সাতবাম এলাকায় অন্তত ১০টি মাছ ধরা ট্রলার ডুবে যায়।

এতে প্রায় দেড় শতাধিক জেলেকে ভাসমান অবস্থায় দেখে এফবি আল্লাহর দান, মায়ের দোয়াসহ বেশ কয়েকঢি ট্রলার তাদেরকে উদ্ধার করে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

ডুবে যাওয়া ট্রলার বরগুনার পাথরঘাটার বলে জানান গোলাম মোস্তফা।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।