ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নিরাপদ মৎস্য উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
নিরাপদ মৎস্য উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় নিরাপদ মৎস্য উৎপাদন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের বাদ্রাকান্দা উচ্চ বিদ্যায়ের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।



স্থানীয় ৫০ জন মৎস্য চাষি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। বাংলাদেশ স্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) এর আয়োজন করে।

কর্মশালায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আলেকুজামান, সিনিয়র সহকারী পরিচালক লুৎফর রহমান, সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন, মৎস্য বিশেষজ্ঞ নুরুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।