ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়া ফেরিঘাটে ২ দালাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
দৌলতদিয়া ফেরিঘাটে ২ দালাল আটক ছবি : প্রতীকী

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে রফিক সরদার (২৫) ও আশরাফুল (২৩) নামে দুই দালালকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরি পারের অপেক্ষায় থাকা ট্রাকের সিরিয়াল অবৈধভাবে নিয়ন্ত্রণের অভিযোগে  তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকা জব্দ করা হয়।

আটক রফিক সরদার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে ও আশরাফুল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই দুই দালাল আগে সিরিয়াল দেওয়ার কথা বলে ঘাটে অপেক্ষায় থাকা ঢাকাগামী গরু ও পণ্যবাহী ট্রাক থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।