রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে রফিক সরদার (২৫) ও আশরাফুল (২৩) নামে দুই দালালকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরি পারের অপেক্ষায় থাকা ট্রাকের সিরিয়াল অবৈধভাবে নিয়ন্ত্রণের অভিযোগে তাদের আটক করা হয়।
আটক রফিক সরদার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের নেফাজ উদ্দিনের ছেলে ও আশরাফুল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই দুই দালাল আগে সিরিয়াল দেওয়ার কথা বলে ঘাটে অপেক্ষায় থাকা ঢাকাগামী গরু ও পণ্যবাহী ট্রাক থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর