শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শ্রীবরদী থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে থানা চত্বরে শ্রীবরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. মেহেদুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল ওয়ারিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহজান মিয়া প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ইমাম, কাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসআর