মুন্সীগঞ্জ: ড্রেজিং কাজের জন্য ১০ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে রো রো ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে লৌহজং টার্নিং পয়েন্টে দিয়ে রো রো ফেরিগুলো চলাচল করছে।
এর আগে, নৌরুটের ফেরিবহরে থাকা রো রো ফেরিগুলো অপর চ্যানেল পালেরচর-মাঝিকান্দি নৌরুট দিয়ে চলাচল করছিল। নৌরুট স্বাভাবিক হওয়ায় সোমবার দিনভর নৌরুটে ১৬টি ফেরি চলাচল করেছে।
এর মধ্যে, ১০টি ফেরি চলছে পালেরচর-মাঝিকান্দি চ্যানেল দিয়ে এবং অপর ৬টি ফেরি চলাচল করছে লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে। পালেরচর চ্যানেল দিয়ে ফেরি গন্তব্যে পৌঁছাতে সাড়ে ৩ ঘণ্টা সময় লাগছে আর লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে ফেরি গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দেড় ঘণ্টা।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, সোমবার দুপুরের পর থেকে ড্রেজিংয়ের জন্য বন্ধ থাকা লৌহজং-হাজরা চ্যানেল পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। এখন নৌরুটের রো রো ফেরিগুলো লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে চলাচল করছে।
এদিকে, ঈদে পারাপারের সুবিধার্থে পণ্যবাহী যানবাহন আটকে রেখে যাত্রীবাহী যানবাহন আগে পারাপার করা হচ্ছে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, পণ্যবাহী ট্রাকগুলো শ্রীনগরের ছনবাড়ি এলাকায় সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। যাত্রীবাহী বাস ও অপর যানবাহনের চাপ কম থাকলে ট্রাক পারাপার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমজেড