ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় নারীসহ ৬ মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
গাইবান্ধায় নারীসহ ৬ মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধায় মাদকদ্রব্যসহ আটক নারীসহ ছয় মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফুরুল হাসান আব্বাসী এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার হরিণ সিংহা গ্রামের সুজন (২৬), মন্টু মিয়া (৬০), শাহজাদা মিয়া (২২), সুন্দরগঞ্জের নিজপাড়া গ্রামের চাঁন মিয়া (৩৫), সাঘাটা উপজেলার চিথুলিয়া গ্রামের নির্মল রবিদাস (৩৬) ও দুলালী রবিদাস (৩০)।

এদের মধ্যে সুজনকে এক বছর, চাঁন মিয়াকে ছয় মাস, নির্মল ও দুলালীকে তিন মাসের কারাদণ্ড ও শাহাজাদাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

এর আগে দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালায়। এ সময় গাইবান্ধা সদর উপজেলার হরিণ সিংহা সুন্দরগঞ্জের নিজপাড়া ও সাঘাটা উপজেলার চিথুলিয়া গ্রাম থেকে চারশ বোতল রেক্টিফাইড (৫০ লিটার) স্পিরিট, গাঁজা ও চোলাই মদসহ তাদের আটক করা হয়।  

সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাগফুরুল হাসান আব্বাসী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।