মানিকগঞ্জ: ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঢাকা-আরিচা মহাসড়কে চল্লিশটি মোটরসাইকেলের মাধ্যমে পুলিশের বিশেষ টহল (প্যাট্রোলিং) চালু রাখা হয়েছে। এছাড়া, মহাসড়কের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত থেকে এ বিশেষ টহল শুরু হয়েছে। এতে করে এ সড়কে যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রার লক্ষে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাসড়কের ধামরাই উপজেলার বারবারিয়া বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত মোটরসাইকেল ক্রস প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
ক্রস প্যাট্রোলিং ব্যবস্থায় নিয়োজিত রয়েছে চল্লিশটি মোটরসাইকেল (২০টি পাটুরিয়াগামী, ২০টি ঢাকাগামী)। প্রতিটি মোটরসাইকেলে দু’জন করে পুলিশ সদস্য টহল দিচ্ছেন।
তিনি আরো বলেন, ফিটনেসবিহীন কোনো গাড়ি মহাসড়কের কোথাও নষ্ট হলে তাৎক্ষণিক যানবাহনগুলো সরিয়ে নিতে প্রস্তুত রাখা হয়েছে তিনটি রেকার। যার একটি হাইওয়ে পুলিশের, একটি সড়ক ও জনপথের এবং আরেকটি বিআইডব্লিউটিসির।
মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ৩৯৫ জন পুলিশ সদস্য দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করছেন। এর মধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা রয়েছেন।
মহাসড়কজুড়ে র্যাবের টহল চালু রয়েছে। পাশাপাশি যেকোন দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার অভিযানে সতর্ক অবস্থায় থাকছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ঈদের তিন দিন আগে ও তিন দিন পর পর্যন্ত মহাসড়কে গুরুত্বপূর্ণ মালবাহী ট্রাক ছাড়া সব ধরনের ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ সময় কোনো ট্রাক নিয়ম ভঙ্গ করে সড়কে ঢুকে পড়লে সেসব নয়াডিঙ্গি বাসস্ট্যান্ডে তারাশিমা অ্যাপারেলসের পাশের মাঠে আটক করে রাখা হবে বলে জানান ওসি এ কে এম মিজানুল হক।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমজেড