বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৬ নারী, ১৭ পুরুষ ও এক শিশুসহ মোট ২৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের আটক হয়।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, সেপ্টম্বর ২১, ২০১৫
এটি