সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী মারা গেছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে একজন মারা যান। অন্যান্যদের অবস্থাও আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এটি