ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় আহত সিএনজি চালিত অটোরিকশার চালকসহ মোট পাঁচ জনের মধ্যে চারজন মারা গেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক ফুলচাঁদ (৫৫) এবং পাবনা আশুতোষপুর থানা এলাকার তিন যাত্রী বাচ্চু (২০), আলমগীর (২৪) ও বিপ্লব (২২)। তবে আহত অপর ব্যক্তি পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালকসহ অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এটি

** উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।