ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ছয় দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসময় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদ উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ফের বন্দরের কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এটি