ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

‘দা-বটি ধার দেবেন...দা-বটি...’

জনি সাহা, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
‘দা-বটি ধার দেবেন...দা-বটি...’ ছবি: জনি সাহা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাধারণত সবজি ও মাছ বিক্রেতাদের হাঁক-ডাকে ঘুম ভাঙে রাজধানীবাসীর। কিন্তু গত কয়েকদিনের চিত্র একটু ভিন্ন।

সকাল-দুপুর শোনা যাচ্ছে ভিন্ন সুরের ডাক। ‘ধার দেবেন দা...বটি...ছুরি...’।

কারণও অবশ্য আছে একটি। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। তাই দা, বটি, ছুরি ধার দেওয়া মানুষের আনাগোনা একটু বেশি।

কোরবানির ঈদ ঘিরে রাজধানীর ‍অলিগলিতে গত কয়েকদিন ধরে বেশ হাঁকডাক দিয়ে বেড়াচ্ছেন ‘দা-বটি ধার’ দেওয়া হকাররা। আর তাদের আওয়াজেই এখন ঘুম ভাঙছে রাজধানীবাসীর।

এলাকায় প্রবেশ করেই জোরে আওয়াজ তুলছেন, দা-বটি ধার দেবেন...দা বটি...। শুধু দা-বটিই নয়, সঙ্গে রয়েছে শিলপাটাও।

গত কয়েকদিন ধরে এলাকার গলিগুলোতে তাদের আনাগোনা বেশ চোখে পড়ছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত দেখা মিলছে তাদের। এমনও হয়েছে যে, একজন হকার চলে যাওয়ার পর পেছনেই ঢুকছেন আরেকজন।

কথা হয় সোহাগ নামে এমনই এক হকারের সঙ্গে। মৌসুমী হকার সিলেটের বাসিন্দা সোহাগ জানান, দিনে ৫ থেকে ৬শ’ ‍টাকা আয় হয়। ঈদ ঘিরে এক সপ্তাহ এ কাজ করেন তিনি।

ধার দিতে কেমন টাকা নেন জানতে চাইলে তিনি বলেন, আকারের উপর নির্ভর করে। তবে সর্বনিম্ন ২০ থেকে ২৫ টাকা নেওয়া হয়। এছাড়া শিল-পাটা ধার দেওয়ার কথাও জানান সোহাগ।

শিল পাটায় কতো নেন? উত্তরে সোহাগ বলেন, ৫০ থেকে ৬০ টাকা।

তবে, হকারদের এ ধরনের হাঁকডাক অনেকের কাছে বিরক্তিকর মনে হলেও প্রয়োজনের কথা বিবেচনা করে তা মেনে নিচ্ছেন।

এদিকে, শুধু হকাররাই নন, কোরবানি ঘিরে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের ব্যস্ততাও বেড়েছে বেশ। কামারখানায় চলছে দিনরাত দা-বটি ধার দেওয়ার টুং টাং আওয়াজ।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
জেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।