নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শূন্য আসনের উপ নির্বাচনে মাহমুদুল হোসেন সিহাব নির্বাচিত হয়েছেন।
দু’টি পাতা প্রতীকে চার হাজার ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতি ছাড়াই ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শোয়েব সিদ্দিকী জানান, মোট ২৩ হাজার ৪৯০ জন ভোটারের মধ্যে ১৭ হাজার ৮৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নব নির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাসান সিহাব প্রয়াত চেয়ারম্যান মোজাহার হোসেন দুলালের ছেলে।
বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
জেডএস