ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সর্জন ফতেপুর এলাকায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আবেদ আলী (৫০) জেলার রহনপুর পৌরসভার স্টেশন হঠাৎপাড়ার বাসিন্দা ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে ফিরছিলেন আবেদ আলী। রাতে প্রবল বর্ষণে সর্জন ফতেপুর এলাকার কালভার্টটি ভেঙে পড়ে। সকাল ৬টার দিকে আবেদ আলী ওই সড়ক দিয়ে আসার সময় বিষয়টি বুঝতে না পারায় অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খাদে পড়া অ্যাম্বুলেন্স থেকে চালক আবেদ আলীর মৃতদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মনসুরুল আজিজ জানান, রাতে প্রবল বর্ষণে ভেঙে পড়া কালভার্টটি ইট বালু দিয়ে ভরাট করার কাজ শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।