ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ডাকাত চক্রের ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
রাজধানীতে ডাকাত চক্রের ৫ সদস্য আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দু’টি পিকআপ ভ্যান, তিনটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।



সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফয়সাল, শফিকুল ইসলাম ওরফে সজল, মো. বুলু, মাইনউদ্দিন ও আসলাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে শেখ নাজমুল আলম বলেন, গাড়ি ছিনতাই করে চেসিস ও নম্বর পরিবর্তন করে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে গাড়িগুলো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সিলেটে বিক্রি করতো তারা। ডাকাত চক্রের এসব সদস্য একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে ফের ডাকাতি শুরু করে।

ডাকাতির কৌশলের বিষয়ে উপ-কমিশনার বলেন, টার্গেট করে চক্রটি নিরাপদ জায়গায় গিয়ে চালককে জিম্মি করে গাড়ি ছিনিয়ে নিতো। পরে গাড়িগুলো কিছুদিন গোপন জায়গায় রেখে চেসিস ও নম্বর পরিবর্তন করে বিক্রি করে দিতো।

তিনি বলেন, গত জুন মাসে রাজধানীর দারুস সালাম থেকে ছিনতাই হওয়া একটি বেসরকারি টেলিভিশনের সাদা রঙের মাইক্রোবাস উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) উপ-কমিশনার সাজ্জাদুর রহমার, ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম সরকার, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আশিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫/আপডেট: ১৩০৯ ঘণ্টা
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।