ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে ডাকাত সন্দহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
কমলগঞ্জে ডাকাত সন্দহে যুবককে পিটিয়ে হত্যা

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে রেজাক মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড় ১১টার দিকে সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।



রেজাক মিয়া আদমপুর ইউনিয়নের পূর্বজালালপুর গ্রামের মৃত উমর আলীর ছেলে।

সনগাঁও গ্রামের বাসিন্দা সাব্বির আহমদ বাংলানিজকে জানান, রাতে রেজাক মিয়া সনগাঁও গ্রামের কদর আলী ও সেলিম মিয়ার বাড়িতে গেলে ডাকাত বলে চিৎকার করে স্থানীয় লোকজন। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে রেজাক মিয়াকে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে ফেলে রাখে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাব্বির আহমদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজাক মিয়া ভালো মানুষ ছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।   এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।