গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক ইউসুফ আলী (৩৫) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা হেলপার ফরিদ (২৫)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে পাঁচটার দিকে শ্রীপুরের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় ঢাকাগামী কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ব্রেক ফেল করে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক ইউসুফ আলী নিহত ও হেলপার আহত হন।
আহত হেলপার ফরিদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এএসআই।
নিহত ইউসুফ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বিএস