ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে পুকুরে থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
শায়েস্তাগঞ্জে পুকুরে থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর মসজিদের পুকুর থেকে সবুজ মিয়া (৪৯) নামে এক মাতালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় নিহতের পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।



নিহত সবুজ মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর এলাকার মৃত হেফাজত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মিয়া দিনমজুরের কাজ করতেন। তবে দিনের বেশিরভাগ সময়ই তিনি মদ্যপ থাকতেন।

সোমবার রাতে তিনি মদপান করে নিখোঁজ হন। মঙ্গলবার সকালে দাউদনগর মসজিদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।

পরে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়ে নিজেরাই পুকুর থেকে মরদেহ উঠিয়ে নেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।