হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর মসজিদের পুকুর থেকে সবুজ মিয়া (৪৯) নামে এক মাতালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় নিহতের পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত সবুজ মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর এলাকার মৃত হেফাজত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মিয়া দিনমজুরের কাজ করতেন। তবে দিনের বেশিরভাগ সময়ই তিনি মদ্যপ থাকতেন।
সোমবার রাতে তিনি মদপান করে নিখোঁজ হন। মঙ্গলবার সকালে দাউদনগর মসজিদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
পরে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়ে নিজেরাই পুকুর থেকে মরদেহ উঠিয়ে নেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএ